লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সফিক মীর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সফিক মীর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এ সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজকে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিক মীর।
আরও পড়ুনসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় সফিক মীর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।