ভিডিও শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সফিক মীর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সফিক মীর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এ সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজকে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিক মীর।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় সফিক মীর  গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য বাফুফে ক্যাম্পে দুই প্রবাসী 

বগুড়ায় সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে জরিমানা

নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে