ভিডিও শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য বাফুফে ক্যাম্পে দুই প্রবাসী 

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য বাফুফে ক্যাম্পে দুই প্রবাসী 

স্পোর্টস ডেস্ক: ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদের। ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন কাদের আর এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন।


ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন বাংলাদেশি বংশদ্ভূত এই দুই প্রবাসী ফুটবলার। অনুশীলনের পর দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। 

  আগামী ৯-১৮ মে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারের তালিকা করেছে। দুই প্রবাসী ফুটবলারও রয়েছেন এই তালিকায়। আজকের অনুশীলনে বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও ছিলেন। তারা কেউই নতুন দুই ফুটবলার নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

তবে জানা গেছে, দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে ফেডারেশনের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়াই পাওয়ার কথা।

বাফুফে একাডেমি দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে। এই দলের অনেকে সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাবেন। এছাড়া বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার নিয়েই মূলত সাফ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে। বয়সভিত্তিক দলের ক্যাম্প এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন বয়সভিত্তিক দলের দায়িত্ব নিতে পারেন। সেই সময় চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে একাডেমি দল অন্য কেউ সামলাতে পারেন।

আরও পড়ুন

 

২০১৩ সালে জামাল ভুইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন।

গত বছর বয়সভিত্তিক দলে খেলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জন্য যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশ দলে খেলানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। সেই লক্ষ্যে সামনে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ঢাকায় ট্রায়ালের পরিকল্পনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নওগাঁর মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনার মূলহোতা গ্রেফতার

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাইলেন মোদি

গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমণির বিরুদ্ধে জিডি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাঙ্কলরি-সিএনজি সংঘর্ষে নিহত ২

কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকে টিকে থাকতে হচ্ছে যুদ্ধ করে