গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমণির বিরুদ্ধে জিডি

ঢালিউড চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহকর্মীকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
পরীমণির বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি করেছেন পরীমণির বাসায় কাজ করা ভুক্তভোগী পিংকি আক্তার। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসায় এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তিনি থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।
জানা যায়, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর ও নির্যাতন করেন পরী। এ ঘটনার প্রতিবাদে থানায় পরীর বিরুদ্ধে জিডি করেন ওই নির্যাতিতা গৃহকর্মী।
মন্তব্য করুন