ভিডিও শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

বগুড়ার আদমদীঘিতে তিনটি দই মিষ্টির দোকানে ৯ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে তিনটি দই মিষ্টির দোকানে ৯ হাজার টাকা জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধের জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে মাস্টার সুইটস নামে দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আপনাদের হিসাব দিতে হবে’

রাজধানীর মিরপুর কালশী দুর্ঘটনায় ২ যুবক নিহত

রোনালদোর ডাবল গোলে আল হিলালকে হারালো আল নাসর

স্বস্তির ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বিতর্কিত ওয়াক্ফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন