বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ (৪৩) কে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে নয়টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিধইল সড়কে তিনি হামলার শিকার হন। আহত মামুনুর রশিদ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামুনুর রশিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে নয়টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মামুনুর রশিদ। ঘটনাস্থলে পৌছিলে ১০-১২ জন দুর্বৃত্ত তার পথ রোধ করে এলোপাতাড়ি পিটিয়ে সড়কে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মামুনুর রশিদকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বিজরুল) নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা আরও জানান, গত ২৫ অক্টোবর রাতে নন্দীগ্রাম থানার পুলিশ সিধইল গ্রাম থেকে মামুনুর রশিদকে গ্রেফতার করে। ঈদের কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
আরও পড়ুনআজ শুক্রবার (৪ এপ্রিল) এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, মামুনুর রশিদের নামে নন্দীগ্রাম থানায় মামলা ছিল। তাকে সেই মামলায় গত ২৫ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। তবে তিনি কবে জামিনে বের হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতের মারপিটের ঘটনাটি কেউ থানা-পুলিশকে জানায়নি।
মন্তব্য করুন