বগুড়ার সোনাতলায় গাছকাটাকে কেন্দ্র করে মারপিটে পুলিশ সদস্য আহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে রফিকুল ইসলাম (৫৫) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে।
ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে ও জয়পুরহাট পাঁচবিবি থানার এসআই রফিকুল ইসলামকে গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের তুহিন মিয়ার ছেলে জাম্বু মারপিট করে। এতে সে আহত হয়। এ বিষয়ে ওসি মিলাদুন্নবী বলেন, বিষয়টি তিনি শুনেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনমন্তব্য করুন