লালমনিরহাটে মসলা ও ঔষধি জাতীয় ফসল তেজপাতা চাষ দিন দিন বাড়ছে

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকেরা ধান, গম, ভুট্টার পাশাপাশি মসলা ও ঔষধি জাতীয় ফসল তেজপাতা চাষ করছে। অন্যান্য ফসলের তুলনায় তেজপাতা চাষে তিনগুণ লাভ করছে চাষিরা। এটি একবার রোপণ করলে অন্য ফসলের মতো তেমন আর খরচ করতে হয় না।
মাঠ থেকে পাতা কিনে নেন ব্যবসায়ীরা। তেজপাতা ব্যবসায়ী বিপ্লব কুমার চৌধুরী (৪৫) ও আব্দুল জলিল (৬৭) জানান, বর্তমানে তেজপাতার চাহিদা ভালো। কম টাকায় বেশি লাভ করা সম্ভব এ ব্যবসায়। তেজপাতা বিভিন্ন প্রকার রান্নার কাজে ও ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বিদেশে রপ্তানি হয়। তেজপাতা চাষে সফল পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের কৃষক তবিবর রহমান।
এরই মধ্যে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের কৃষক মো. তবিবর রহমান করেছেন ব্যতিক্রম ফসলের চাষাবাদ। তিনি ৩ একর জমিতে তেজপাতার বাগান করে ব্যাপক সাড়া ফেলেছেন। সাথী ফসল হিসেবে লাগিয়েছেন চা গাছ।
এ বিষয়ে বাউরা ইউনিয়নের তেজপাতা চাষী তবিবর রহমান (৬৫) বলেন, তিন একর জমিতে তেজপাতা লাগিয়েছি। তেজপাতা চাষে একবার খরচ করলে তারপর থেকে টাকা আসা শুরু হয়। এখন আর তেমন খরচ নেই। দিন যতই যায় আয় ততই বৃদ্ধি পায়।
একই গ্রামের কৃষক আওলাদ হোসেন (৩৫) ও চাঁন মিয়া (৬৫) জানান, তেজপাতা আবাদে অন্যান্য ফসলের তুলনায় তিনগুণ লাভ হয়। ভালো পরিচর্যা করলে ছয় থেকে সাত মাস পর এক বিঘা জমির পাতা বিক্রি করে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করা যায়।
আরও পড়ুনবাউরা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাজু হোসেন বলেন, তেজপাতা একটি লাভজনক ফসল হওয়ায় আমরা কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করছি ও বিভিন্ন পরামর্শ দিচ্ছি। পাটগ্রাম উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ হারুন মিয়া বলেন, তেজপাতা চাষের সাফল্য উপজেলার কৃষকদের মধ্যে এনে দিয়েছে নতুন প্রেরণা।
সকল ধরনের ফসলের ফলন বৃদ্ধিতে পাটগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ অঞ্চলের তেজপাতা এলাকার মসলার চাহিদা পূরণের পাশপাশি জেলার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
এবিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার জানান, তেজপাতা একটি ঔষধি গুণসম্পন্ন মসলা জাতীয় ফসল। তেজপাতা চাষে তেমন কোন খরচ না থাকায় এক বিঘা জমিতে বছরে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করা সম্ভব। খরচ কম হওয়ায় কৃষকেরা দিন দিন তেজপাতা আবাদের দিকে ঝুঁকছে। পাটগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের তেজপাতাসহ বিভিন্ন প্রকার মসলা জাতীয় ফসল আবাদ করতে উদ্বুদ্ধ করছে। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।
মন্তব্য করুন