নওগাঁর মহাদেবপুরে ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন মা ও শিশুর স্বাস্থ্যসেবা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের উৎসবের ছুটিতে যখন সবাই পরিবার পরিজনের সাথে সময় কাটাচ্ছেন, ঘুরতে বেরিয়েছেন কিংবা প্রিয়জনের সাথে আনান্দ ভাগাভাগি করছেন তখনও নওগাঁর মহাদেবপুর উপজেলার ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে কাজ করে যাচ্ছেন একদল নিবেদিত প্রাণ মানুষ।
মহাদেবপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটি চললেও মহাদেবপুর উপজেলার রাইগাঁ ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ এবং ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।
গর্ভকালীন পরীক্ষা, জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিচর্যা, সাধারণ চিকিৎসা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদানসহ সব ধরনের সেবাই পাওয়া যাচ্ছে ঈদের দিনগুলোতেও। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: জাহিদ হাসান জানান, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মো: আজম মহোদয়ের নির্দেশনা মোতাবেক মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) জহুরুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আন্তরিকতার সাথে।
আরও পড়ুনতাদের এই নিরলস প্রচেষ্টায় ঈদের ছুটিতেও সেবা গ্রহীতারা পাচ্ছেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা যা তাদের মধ্যে সৃষ্টি করেছে গভীর সন্তোষ ও আস্থা। সেবাগ্রহীতা সাথী আক্তার বলেন, ডেলিভারির জন্য আমি খুব চিন্তিত ছিলাম কিন্তু ঈদের দিনেও সেবা পেয়ে আমি নিরাপদে সন্তান জন্ম দিতে পেরেছি। তাদের আন্তরিকতায় আমি আজ সুস্থ।
মন্তব্য করুন