অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল
বগুড়ার দুপচাঁচিয়ার বেশিরভাগ মার্কেট ও শপিংমল আগুনের ঝুঁকিতে

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মার্কেট ও শপিংমলগুলো অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা না থাকায় আগুনের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। যেকোন সময় অগ্নিকান্ডে যেমন বিপুল পরিমাণ সম্পদহানির আশঙ্কা রয়েছে তেমনি নিরাপদে বেড়িয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের জীবনের ঝুঁকিও রয়েছে।
ব্যবসা-বাণিজ্য সমাদৃত এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হওয়ায় সবদিক দিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। এই উপজেলার অধীনেই রয়েছে-দুপচাঁচিয়া ও তালোড়া পৌরসভা। উপজেলার সীমান্ত ঘেঁষে উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা, দক্ষিণে বগুড়ার নন্দীগ্রাম, পূর্বে কাহালু এবং পশ্চিমে আদমদিঘী ও নওগাঁ জেলার রাণীনগর উপজেলা অবস্থিত।
উপজেলা সদরের পাশে উল্লেখিত উপজেলাগুলোর অবস্থান হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় রাজধানী ঢাকা ও জেলা শহরের সাথে পাল্লা দিয়ে গড়ে উঠেছে প্রায় এক ডজনের বেশি অত্যাধুনিক বিপণিবিতান, মার্কেট ও শপিংমল। দুপচাঁচিয়াসহ আশেপাশের উল্লেখিত উপজেলার মানুষগুলো এখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য জেলা শহরে না গিয়ে এসব মার্কেটগুলোতেই ভিড় করেন।
প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মার্কেট ও শপিংমলগুলো মুখর থাকে। এবার ঈদুল ফিতরে ব্যাপক লোকের সমাগম ঘটেছিল। পুরুষের তুলনায় নারী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মার্কেট, শপিংমলগুলোর বেশিরভাগের অগ্নিনির্বাপণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। যে কোনো সময় বৈদ্যুতিক শর্টসার্কিট বা অসাবধানতা থেকে ঘটতে পারে অগ্নিকান্ডের মতো ঘটনা। এতে সম্পদহানির পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও বাড়ছে।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনা দেখে তিনি দুপচাঁচিয়া উপজেলার মার্কেট ও শপিংমলগুলোর অগ্নি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মার্কেট ও শপিংমলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। নেই কোন আন্ডারগ্রাউন্ড জলাধার।
তাই অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মার্কেট মালিকদেরকে অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করবেন।
মন্তব্য করুন