নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য দ্রুত রোডম্যাপ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন হেফাজতে ইসলামের নেতারা। পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাত ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টা তারা বৈঠক করেন। হেফাজতে ইসলামের আগ্রহে এ বৈঠক হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির আহমেদ আব্দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনবৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, “আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে হেফাজতে ইসলাম ও তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথ কর্মসূচি প্রণয়ন করা হবে কি-না, এটা তারা (হেফাজত) চিন্তা করে দেখবে।”
সালাহ উদ্দিন আহমদ বলেন, “আমরা যেমন সংস্কার চাই, গণহত্যারও বিচার চাই। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচেনা করতে চাই। আমাদের জোরালো দাবি প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়।”আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসতে হেফাজতে ইসলামও দাবি জানিয়েছে বলে উল্লেখ করেন সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, “বিএনপিও এই দাবি প্রকাশ্যে করেছে, লিখিতভাবে করেছে, সরকারকে জানিয়েছে, জনগণের সামনে প্রস্তাব আকারে তুলে ধরেছে। হেফাজতে ইসলাম সেই দাবি বিএনপির কাছে পুনরায় উত্থাপন করেছে।”
মন্তব্য করুন