ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

বয়সের পার্থক্য ২৫, সংসার টিকলো না তারকা দম্পতির

বয়সের পার্থক্য ২৫, সংসার টিকলো না তারকা দম্পতির, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সেই সংবাদ সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্ট অভিনেত্রী লেখেন- ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’

খবর জেনে আকাশ থেকে পড়েছেন সুদীপ। তার কথায়, ‘আমি শুটিংয়ে ব্যস্ত। বিন্দুবিসর্গ বুঝতে পারছি না। পৃথা এটি কী করেছে? আমি নিজেই জানি না।’ সুদীপ এই মুহূর্তে ব্যস্ত তার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ নিয়ে। তারই ফাঁকে কখনও লিখেছেন, ‘ডিটাচমেন্ট’, কখনও লিখেছেন ‘হতে দাও’। তখনই কি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন? তারই কি আভাস ছিল এই বার্তাগুলোতে?

জবাবে সুদীপের দাবি, ‘সমস্যা সকলের জীবনেই কমবেশি থাকে। আমারও আছে। এই নিয়ে বেশি কিছু বলা মানায় না পাশাপাশি এও জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে তারা এখনো এক ছাদের নীচে। তার প্রমাণ অভিনেতার সমাজমাধ্যমে রয়েছে। কখনও তিনি সপরিবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ছবি বানিয়ে ভাগ করে নিয়েছেন। কখনও দুই সন্তানের জন্মদিন পালনের ছবি জায়গা করে নিয়েছে সুদীপের সমাজমাধ্যমে।

আরও পড়ুন

ভালোবেসে একে-অপরের হাত ধরেছিলেন এই জুটি। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। তবুও বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনের সম্পর্কে। শোনা যায়, পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। সেখান থেকেই পরিচয়। এরপরই শুরু হয় নতুন করে পথচলা। পৃথাকে বিয়ের আগে দামিণী বসুকে বিয়ে করেছিলেন সঙ্গে ছিলেন সুদীপ। সেই সংসারে একটি কন্যা সন্তানও ছিল তার। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টানেন এই দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। 

তাদের সেই সংসারে জন্ম নেয় আরও একটি সন্তান। দুই সন্তান নিয়েই চলছিল এই দম্পতির সংসারজীবনের দারুণ সময়। তবে বিয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই সেই সংসারে ছেদ পড়ল। আলাদা হয়ে গেলেন দুজন। কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি সেটা অবশ্য স্পষ্ট করেননি দুজনের কেউই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে চার পরিবারের সব কিছু পুড়ে ছাই

সিলেটে কেএফসি ভাঙচুর

সিরাজগঞ্জে যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে চালকদের জরিমানা

বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে : রিজওয়ানা হাসান

পাবনার সাঁথিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর