ভিডিও বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতাকে ছুরিকাঘাত। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খলিলুর রহমান (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাহত করা হয়েছে। খলিলুর রহমান সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। গতকাল শনিবার বিকেলে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। খলিলুর রহমান গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে খলিলের ছেলে আহসান হাবিব রিকি বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা এবং আহতের পরিবার সূত্রে জানা গেছে, খলিলুর রহমানের সাথে একই গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে সাজেদুর রহমান সোনার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ সম্পর্কিত একটি মামলা বগুড়া জেলা জজ আদালতে চলমান রয়েছে। গতকাল শনিবার সারিয়াকান্দি থানায় এ সম্পর্কিত একটি সালিশি বৈঠক বসে। বৈঠকে জমাজমির বিষয়ে আদালতের সিদ্ধান্ত উভয়পক্ষকে মেনে নেয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সালিশ শেষে খলিলুর রহমান বেলা দেড়টার দিকে পৌর এলাকার টিপুর মোড়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন।

এসময় সাজেদুর রহমান সোনার নেতৃত্বে তার ছেলে শিহাব মিয়া (২৫) এবং তার ভাই মিন্টু মিয়া (২৮), মিন্টু মিয়ার ছেলে জোহান মিয়া (২২) খলিলুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লোহার পাইপ দিয়ে পেটানো হয়। পরে স্থানীয় লোকজন খলিলুর রহমানকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খলিলুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

আহসান হাবিব রিকি বলেন, আমার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। তার বুকের চাকুর আঘাতটি খুবই মারাত্মক। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি এজাহার করা হয়েছে। এজাহারেরভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামি ট্রাইব্যুনালে

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন

৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা 

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শনিবার

নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭৯