ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

গ্রেফতার এড়াতে ৪শ’ কিলোমিটার বেশি পাড়ি দিলেন নেতানিয়াহু!

গ্রেফতার এড়াতে ৪শ’ কিলোমিটার বেশি পাড়ি দিলেন নেতানিয়াহু!, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কারোপ ও গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই মাসের ব্যবধানে আবারও ওয়াশিংটন সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা থাকায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে প্রায় ৪শ’ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাকে রোববার রাতে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে সফর সূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ন রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রা পথে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাসসীমা এড়িয়ে যাওয়া হয়েছে। হারেৎজ বলছে, ইসরাইলি কর্মকর্তারা মনে করেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অব জায়ন ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের ওপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়।

আরও পড়ুন

গত বছর, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে আইসিসি’র স্বাক্ষরকারী দেশ হলেও নেতানিয়াহুকে বহনকারী বিমানটি ফরাসি আকাশসীমা অতিক্রম করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্রান্স নেতানিয়াহু’র বিমানকে তাদের আকাশসীমা দিয়ে প্রবেশের অনুমতি দিলো। এর আগে দুই দফায়, গত ২ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা করার জন্য নেতানিয়াহুকে বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা অতিক্রম করার অনুমতি দিয়েছিল ফ্রান্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন 

আদালতের আদেশে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেলে প্রেরণ

ঝালকাঠিতে খালে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু