ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্র-জনতার বিক্ষোভ

ছবি : হোসাইন আহমাদ, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশের মতো  রাজধানীতে ঢাকাতেও  বিক্ষোভ মিছিল করছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা। বিশ্বের সঙ্গে একাত্বতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করছে তারা। 

বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে পৃথকভাবে এসব বিক্ষোভ সমাবেশ করে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইসলামী যুব মজলিস, গণশক্তি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

আরও পড়ুন

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।’ তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপনে

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন