নওগাঁর পোরশায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় আলমগীর কবির (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চকনারায়ণ গ্রামের মাইজুদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল ৩ টায় উপজেলার সারাইগাছী-মহাদেবপুর সড়কের শিশা বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা সোনারতরী নামক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করে থানা পুলিশ।
আরও পড়ুনপোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক আলমগীরকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন