ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, কাজী কেরামত আলী ১৯৯২ সালে ৫ম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন কাজী কেরামত আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপনে

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন