ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

তিন মাসের জন্য শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

তিন মাসের জন্য শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

বাংলাদেশি পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিন মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

 
সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশি পণ্যে শুল্ক স্থগিতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা এই চিঠিতে সই করেছেন। বাণিজ্য উপদেষ্টা আরেকটি চিঠি পাঠাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিন মাসের জন্য আরোপিত শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।

তিনি বলেন, শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি। এটা নিয়ে কাজ করছি। আশা করি সুফল আসবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার পর্যালোচনায় শনিবার (৫ এপ্রিল) জরুরি বৈঠকে বসে সরকার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, যুক্তরাষ্ট্রের কাছে দুইটি চিঠি পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপনে

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন