‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সাতক্ষীরায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগন।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সমাবেশে ইসরায়েলের বিচেরের দাবিতে নানা স্লোগান দেয়া হয়। এসময় ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্তও নেয় প্রতিবাদী ছাত্রজনতা।
আরও পড়ুন
মন্তব্য করুন