নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে চার পরিবারের সব কিছু পুড়ে ছাই

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে। এতে পরিবারগুলোর ৬টি বড় ঘর, ৪টি চালা, অর্থ, আসবাবপত্র, ধান চাল সব পুড়ে ছাই হয়েছে। এছাড়া আগুনে ৪টি গরু, ৫টি ছাগল পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুষণা গ্রামে।
ফায়ার সার্ভিস ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পুষণা গ্রামের হরিকান্তের ছেলে বিষ্ণু এর ঘর হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও তিনটি পরিবারের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
আরও পড়ুনইউপি সদস্য ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ থেকে রাতেই তাদের সহযোগিতা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাদের সামান্য সহযোগিতা দেয়া হয়েছে। পরিবারগুলো সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
মন্তব্য করুন