ভিডিও মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২

বগুড়ায় থানায় অভিযোগ করে নিরাপদে বাড়ি যেতে পারছেন না সুজন, মারপিটে আহত ২, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ী সুজন ও আব্দুল কুদ্দুস নামে দু’জনকে বেদমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু থানায় অভিযোগ করেও নিরাপত্তা নিয়ে শংকিত সুজন। চিকিৎসা নিয়েও প্রতিপক্ষের প্রাণনাশের হুমকি-ধামকিতে তিনি বাড়িতে ফিরতে পারছেননা।

থানায় অভিযোগ করায় প্রতিপক্ষ তাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রাণ নাশের হুমকি দেয়ায় তিনি পরিবার নিয়ে শংকার মধ্যে রয়েছেন। বাড়িতে ফিরলেই তার ওপর আবারও হামলা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এজন্য তিনি নিরাপত্তাজনিত কারনে গত রোববার রাতে বাড়ি না গিয়ে শহরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন।

এ ব্যাপারে আজ সোমবার (৭ এপ্রিল) বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দীন বলেন, ব্যবসায়ী সুজন ও আব্দুল কুদ্দুসকে মারপিটে ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নারুলি ফাঁড়ির ইনচার্জ মো: নাজমুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। ওসি আরও বলেন, সুজনের নিরাপত্তার ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। শংকিত হওয়ার কোন কারন নেই।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ মার্চ  শহরের উত্তর চেলোপাড়ায়  সুজন ও নির্মাণ শ্রমিক আব্দুল কুদ্দুসকে বেদম মারপিট করা হয়। ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর চেলোপাড়ার মৃত কোবাদ হোসেনের ছেলে মো: সুজন (৪৪) তার পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় বাঁশ ও টিন দিয়ে ঘিরে ঘর নির্মান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার জায়গায় এসে ঘর নির্মানে বাধা দেয় এবং সুজনকে বেদম মারপিট করে হত্যার হুমকি দেয়।

সেইসাথে নির্মাণ শ্রমিক আব্দুল কুদ্দুস (৭০)কেও মারধোর করে। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আহত নির্মান শ্রমিক আব্দুল কুদ্দুসকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ছাড়া সুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙ্গা আমের গুটি রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়, চলছে পরিচর্যা

বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাতের  ঘটনায় ১ জন গ্রেফতার

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু