ভিডিও মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপনে

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটি টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপনে। প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আজিম ও নাজিম নামে দু’সহোদর বিদেশে পাঠানোর কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে গেছে। বিদেশগামীর পরিবারের সদস্যরা তাদের দেয়া টাকা ফেরতের দাবি ও আদম ব্যবসায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

দুই সহোদর আদম ব্যবসায়ীরা হলো শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের আবু সাঈদের দুই ছেলে আজিম ও নাজিম। গতকাল রোববার বিকেলে উপজেলার হাবিুল্লাহ নগর ইউনিয়নের বাজিয়ারপাড়া গ্রামের নারী পুরুষ স্থানীয় সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে । প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, মিঠুন আতিক, সোহেলম আকরাম,বাসনা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আজিম ও নাজিম মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে ৪-৫ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে প্রতারণা মূলক ভাবে বিমানের ভুয়া টিকিট দিয়ে আত্মগোপনে গিয়েছে।

আরও পড়ুন

ভূক্তভোগিদের অনেকেই বিভিন্নজনের নিকট ও এনজিও থেকে ঋন নিয়ে তাদের কে টাকা দিয়েছে। অবিলম্বে গ্রেফতার তাদের গ্রেফতার করে ভূক্তভোগিদের টাকা ফেরৎ প্রদানের জন্য প্রসাশনের নিকট জোর দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙ্গা আমের গুটি রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়, চলছে পরিচর্যা

বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাতের  ঘটনায় ১ জন গ্রেফতার

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু