ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস এবং নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার সিকান্দার রাজা এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলা দল থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ব্যাক ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি মিস করেছিলেন শন উইলিয়ামস। অন্যদিকে ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে দল থকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে এইবার বাংলাদেশ সফরে এই দুইজনের সঙ্গে দলে ফিরেছেন পেসার তাফাদজোয়া টিসিগা, যিনি দুই বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। এদিকে গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেননি সিকান্দার রাজা। সেই সময় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়েছিলেন।

আরও পড়ুন

এবার বাংলাদেশ সফরে তাকে দলে রাখা হয়নি। তবে এর কারণ অবশ্য এখনো স্পষ্ট নয়। তবে রাজার অনুপস্থিতি অবশ্য জিম্বাবুয়ের জন্য একটি ধাক্কা হতে পারে। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার টম কারেন এবং স্যাম কারেনের ভাই বেন কারেন এই সিরিজে জিম্বাবুয়ের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন। এছাড়াও দলে রয়েছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তিনি এর আগে আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট সিলেটে ২০ এপ্রিল থেকে, দ্বিতীয়টি হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।

জিম্বাবুয়ে স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রাচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলা আউচারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৪ বছরেও নির্মিত হয়নি একাডেমিক ভবন

মাঠে কৃষক বাবাকে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে মেয়ের মৃত্যু