ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা হচ্ছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা হচ্ছে : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ‘সরাসরি আলোচনা’ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ এপ্রিল) সাংবাদিকদের ট্রাম্প বলেন, শনিবার (১২ এপ্রিল) বৈঠকটি হবে। এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। তিনি বলেন, আলোচনা একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে হবে। তবে এটিকে একইসঙ্গে একটি সুযোগ এবং একটি পরীক্ষা বলে উল্লেখ করেছেন তিনি।

 ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে ‘খুব উচ্চ পর্যায়ে’ এবং কোনও চুক্তি না হলে এটি ইরানের জন্য খুব খারাপ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনা শনিবার থেকে শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারবে না। 

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রকাশ্যে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা তুলেছিলেন। ওভাল অফিসে বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং সম্ভবত একটি চুক্তি হবে। তিনি আরও বলেন, চুক্তি করা অবশ্যই স্পষ্ট বিকল্প গ্রহণের চেয়ে ভালো। তাকে জিজ্ঞাসা করা হয়, যদি আলোচনায় সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে তিনি সামরিক পদক্ষেপ নিবেন কি না? ট্রাম্প জবাব দেন, আলোচনা সফল না হলে ইরান বিপদের মধ্যে পড়বে। এই আলোচনার অগ্রগতি বা এতে কারা অংশ নিচ্ছেন, সে বিষয়ে ট্রাম্প আর কোনও বিস্তারিত জানাননি।

আরও পড়ুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনাটি ১২ এপ্রিল ওমানে অনুষ্ঠিত হবে। আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এটি যেমন একটি সুযোগ, তেমনি একটি পরীক্ষা। বল এখন আমেরিকার কোর্টে। মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠান, যাতে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, তৃতীয় পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের ইঙ্গিত দিয়েছিল। খবর : বিবিসি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলা আউচারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৪ বছরেও নির্মিত হয়নি একাডেমিক ভবন

মাঠে কৃষক বাবাকে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে মেয়ের মৃত্যু