‘কুরবাবু’ নিয়ে আসছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর’। সিনেমাটির প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। এরই মধ্যে এই অভিনেতার নতুন সিনেমার খবর পাওয়া গেল।
জানা গেছে, সদ্যই আরও একটি সিনেমার কাজ শেষ করতে যাচ্ছেন মোশাররফ করিম। সরকারি অনুদানের এ সিনেমাটির নাম ‘কুরবাবু’। এটি পরিচালনা করেছেন নূর ইমরান। এর শুটিংও এখন শেষের দিকে। শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবিতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।
সম্প্রতি গণমাধ্যমকে নূর ইমরান বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের ছবির শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই ছবির শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে।
আরও পড়ুনযেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’এদিকে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বাংলা নববর্ষে। এই সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা।
মন্তব্য করুন