ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। একইসাথে এ মাদকে জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নিউ জুম্মাপাড়া এলাকার রহম আলী শেখের ছেলে আব্দুল কাইয়ুম (৪৮) ও খোকন শেখ (৪২)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের কড়াইপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে সাদুল্লাপুরের ‘শুভ টেলিকম’ নামক দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৪ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন

ক্যাম্পটির মিডিয়া সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল