ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় পুলিশের উপর হামলা, এটিএসআই ও কনস্টেবল আহত

সংগৃহিত,বগুড়ায় পুলিশের উপর হামলা, এটিএসআই ও কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে পুলিশের উপর হামলা হয়েছে। এ সময় নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়েছেন।

৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, মঙ্গলবার বেলা  দুইটার দিকে সারিয়াকান্দি থেকে বালুভর্তি  একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ফুলবাড়ী ফাড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে  একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চাকু ছোরার মুখে চালককে জিম্মি করে। এরপর চালককে দিয়েই দ্বিতীয় বাইপাস সড়কে  ট্রাকটি চালিয়ে নেওয়ার পর নারলিতে আনা হয়।

সেখান থেকে আবার ট্রাকটি ধাওয়াপাড়ায় একটি মাঠে নিয়ে এসে ট্রাক থেকে  বালু আনলোড করা হয়।  এরপর খালি ট্র্যাকটি ধাওয়াপাড়া মাঠের পাশে একটি ছ' মিলের কাছে নিয়ে এসে চালককে নামিয়ে নিয়ে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

পরে ওই বাড়িতে চালককে আটকে রেখে তার ট্রাকের মালিক এর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে ট্রাকের  মালিক বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে দশটার দিকে  নারুলি ফাঁড়ির কয়েকজন পুলিশ ওই চালককে উদ্ধারের জন্য ধাওয়াপাড়ায় মাঠের পাশে সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ চালকসহ ট্রাকটি উদ্ধার করে।

তবে সুইট পালিয়ে যায়। কিন্তু এ সময় পলাতক দুর্বৃত্তরা প্রাচীরের পাশ থেকে পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করে। এতে ওই দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। 

বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল