আর্সেনাল ঝড়ে বিধ্বস্ত রিয়েল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রভাব বিস্তার করলো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার তারা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারালো।
বল জালে জড়িয়েই উল্লসিত ডেকলান রাইস দৌড় দিলেন দর্শকের দিকে, পেছন পেছন ছুটলেন আর্সেনাল-সতীর্থরাও। কিন্তু ক্ষণিকের জন্য জায়গায় থমকে থাকলেন মার্টিন ওডেগার্ড। চোখ গোলপোস্টে, দুই হাত মাথার ওপরে আর চেহারায় অবিশ্বাসের চিহ্ন। এই মাত্র কী ঘটে গেছে ঠিক যেন বুঝে উঠতে পারছেন না আর্সেনাল অধিনায়ক।মঙ্গলবার (৮ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে রাইস আর আর্সেনাল যা করেছে, তাতে এমন হতভম্ব দশা রিয়াল মাদ্রিদেরই। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
হারের চেয়ে বিধ্বস্ত বলাই ভালো। তিনটি গোলই হয়েছে মাত্র ১৭ মিনিটের মধ্যে। গোলকিপার থিবো কোর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে হজম করতে হতো আরও বেশি, মড়ার উপর খাঁড়ার ঘার মতো শেষ দিকে লাল কার্ডও দেখেছেন একজন।
রিয়ালের এমন দুর্দশার ম্যাচে সরাসরি ফ্রি কিকে ২ গোল করে চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস।২০১৯ সালের ২৪ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল। ওই ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তারও বহু বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও রিয়াল। ২০০৬ সালে ওইবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারায় গানাররা। দুই লেগের অগ্রগামিতায় শেষ আটে ওঠে প্রিমিয়ার লিগ ক্লাব। ১৯ বছর পর আবার তারা রিয়ালকে হারালো।ডেকলান রাইসের অসাধারণ দুটি ফ্রি কিক এবং মিকেল মেরিনোর চমৎকার স্ট্রাইকে সেমিফাইনালেই যেন পা দিয়ে রাখলো আর্সেনাল।
প্রথমার্ধে স্বাগতিকদের ভালো সুযোগ ছিল। এই সময়ে পিছিয়ে না পড়ার কারণে রিয়াল থিবো কোর্তোয়ার কাছে ঋণী থাকতে পারে। হাফটাইমের আগে বেলজিয়ান কিপার আর্সেনালের দুটি প্রচেষ্টা রুখে দেন।
আরও পড়ুনরাইস গোলমুখ খোলেন ৫৮তম মিনিটে। সরাসরি ফ্রি কিক থেকে প্রথম সিনিয়র গোল করেন তিনি। রক্ষণদেয়াল ভেদ করে কোর্তোয়াকে পরাস্ত করে তার শট। ১২ মিনিট পর আরেকটি দর্শনীয় ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মেরিনো ঠাণ্ডা মাথায় জাল কাঁপান। তাতে আগামী সপ্তাহের মাদ্রিদ সফরের আগে আর্সেনাল দাপটের সঙ্গে এগিয়ে থাকলো।
স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাদ্রিদ ক্লাব ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে।রাইসই প্রথম খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগ নকআউটে সরাসরি ফ্রি কিক থেকে ২ গোল করেছেন। এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সেসব নকআউট ম্যাচ ছিল না।
তবে রাইসের জোড়া গোলে আর্সেনাল-ঝড় থামেনি। ৭৫তম মিনিটে যোগ হয় আরেকটি গোল। লুইস-স্কেলির বাড়ানো বল প্রথম স্পর্শেই জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো (৩-০)। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
তবে তার আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে।সেমিফাইনাল-চূড়ান্তের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে।
মন্তব্য করুন