ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সারাদেশে গ্রেফতার ৭২

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।
পুলিশ জানায়, ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে তারা। এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ দাবি করছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত সোমবার সোমবার বিভিন্ন শহরে গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে আয়োজিত প্রতিবাদ-সমাবেশ চলাকালে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বাটা, কেএফসি’র মতো প্রতিষ্ঠানগুলো।
মন্তব্য করুন