কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় চোর সন্দেহে সুরমান খা (৪৩) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের জিকে কলোনির মোতালেবের বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টার দিকে তুলে নিয়ে যায় হাকিমের লোকজন। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।
নিহতের ভাতিজা সজল বলেন, কলোনির হালিম বিক্রেতা হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।
আরও পড়ুনওসি আরও বলেন, হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
এসপি জানান, এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। দোষী বাক্তিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
মন্তব্য করুন