ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বগুড়ার লুইপা’র কন্ঠে প্রকাশ পেলো ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।

অভি মঈনুদ্দীন ঃ বগুড়ার মেয়ে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। সেই ছোট্টবেলায় ফোক গান গেয়ে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি। যে কারণে ফোক গানের প্রতি তার আলাদা এক ভালোলাগা রয়েছে। তবে একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে যখন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করলেন তখন মূলত আধুনিক গানই বেশি গাইতেন।

কিন্তু কিছুদিন আগে তার মনে হলো যে যেহেতু ফোক গানের অনুরোধ আসে দেশে বিদেশে বিভিন্ন স্টেজ শো’তে, ফোক গানও গাওয়া যেতে পারে সেসব স্টেজ শো’গুলোতে। এমন ভাবনা থেকেই লুইপা শুরু করলেন স্টেজ শোতে নিয়মিত ফোক গান গাওয়া। এখন টিভি শো’তেও এবং রেকর্ডেড ভার্সনেও লুইপা ফোক গান গেয়ে থাকেন। অর্থাৎ ফোক এবং আধুনিক গান এই দুটোরই সমন্বয় ঘটান লুইপা যেকোনো স্টেজ শো, টিভি শো’তে।

যে কারণে লুইপা’র গানে গানে ব্যস্ততা আগের চেয়ে বেশ বেড়ে গেছে। এরইমধ্যে আরটিভির ফোক স্টেশন সিজন সিক্স’র জন্য লুইপা এই ফোক স্টেশনেরই পরিচালক নূর হোসেইন হীরা’র পরিচালনায় ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ গানটি গেয়েছেন। গানের গীতিকার ও সুরকার এর নাম সঠিক জানা নেই বলে , সে স্থানে সংগ্রহ বলে উল্লেখ করা হয়েছে চ্যানেলে। গানটির সঙ্গীতায়োজন করেছেন তুহিন আহমেদ (আল আমিন)। ইউটিউবে গানটি প্রকাশের পর অভুতপূর্ব সাড়া পাচ্ছেন লুইপা। অনেক শ্রোতা দর্শকই তার কন্ঠে এই গানের ভূয়সী প্রশংসাও করছেন। যে কারণে দারুণ অনুপ্রাণিত হচ্ছেন লুইপা।

আরও পড়ুন

লুইপা বলেন,‘ যেহেতু ছোটবেলায় আমি ফোক গান গেয়ে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছিলাম। তাই এখন আদুনিক গানের পাশাপাশি ফোক গানেও মনোযোগ দিচ্ছি। কারণ দেশে এবং দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো’তে ফোক গান গাওয়ার অনুরোধ আসে। শ্রোতা দর্শকের অনুরোধের কথা মাথায় রেখেই এখন ফোক গান করছি নিয়মিত। এরইমধ্যে কয়েকটা লাইভ শোও করেছি ফোক গানের। আর ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু গানটি আমি আগেও বিভিন্ন শো’তে গেয়েছি। যে কারণে হীরা ভাই যখন আমাকে একটি ফোক গান গাইবার কথা বললেন তখন আমি এই গানটিই বেছে নেই। গানটির কথা ও সুর আমারই মন কাড়ে, শ্রোতাদেরও হয়তো তাই। খুউব সুন্দর সঙ্গীতায়োজন হয়েছে। সবমিলিয়ে পুরো আয়োজনটিই আমার কাছে ভালোলেগেছে।আমি কেমন গেয়েছি এটা আসলে শ্রোতা দর্শকের বিচার। তবে আমার চেষ্টার কমতি ছিলোনা।’

এদিকে আগামী ১২ ও ১৪ এপ্রিল দুটো ভিন্ন ষ্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন লুইপা। সিনেমায় লুইপার প্রথম এবং আলোচিত প্লে-ব্যাক ছিলো ‘ধীরে ধীরে’ গানটি। এটি ‘পরাণ’ সিনেমার গান। পরবর্তীতে তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় ‘পাগল মন’ গানটি গেয়েছেন। সর্বশেষ লুইপা সরকারী অনুদানের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’তে দুটি গান গেয়েছেন। এই সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। লুইপার কন্ঠে সর্বশেষ প্রকাশিত ফোক গান ‘এ কি প্রেমের প্রতিদান’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতী। লুইপার সঙ্গে গেয়েছেন সাগর দেওয়ান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জাভেদ

কারাবন্দি স্বামীকে দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তার