ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে

নাটোরের গুরুদাসপুরে নারীকে কুপিয়ে হত্যা চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা

নাটোরের গুরুদাসপুরে নারীকে কুপিয়ে হত্যা চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা। প্রতীকী ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত জাকারিয়া হোসেনের (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলাটি দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক জাকারিয়া হোসেন বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে। আহত নারী কুমারখালি গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় ওই নারী কুমারখালি মাঠের মধ্যে একটি পুকুরে হাঁসের খাবারের জন্য শামুক কুড়াতে যান। এসময় তাকে একা পেয়ে জাকারিয়া কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে জাপটে ধরে ধর্ষণ চেষ্টা করলে মেয়েটি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার হাতে থাকা কাঁচি দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

ওই নারী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশেই একটি বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে পড়ে যান। তৎক্ষণাত স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই নারীরর গলায়, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন,এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত জাকারিয়া হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা