ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

পুকুরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল যুবক

পুকুরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল যুবক। প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে আওয়ামী লীগ কর্মীর লিজ নেওয়া সরকারি পুকুরের মাছ ধরতে নেমে মনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।  গতকাল শুক্রবার উপজেলার পুনট পূর্বপাড়া সরিষা পুকুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মনোয়ার হোসেন পুনট পূর্বপাড়ার মৃত আফতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস ফকিরের কর্মী নাসির উদ্দিন তিন বছর মেয়াদে সরিষা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। স্থানীয় লোকজন গতকাল শুক্রবার মাছ ধরতে ওই পুকুরে নামেন। এসময় মনোয়ারও তাদের সাথে পুকুরে নামেন। মাছ ধরা শেষ হলে স্থানীয় লোকজন ওঠে গেলেও মনোয়ার তখনও পুকুরেই ছিলেন।

একপর্যায়ে মনোয়ারের মা মঞ্জুয়ারা বিবি ছেলেকে পুকুর থেকে ওঠে আসতে বলেন। কিন্তু মনোয়ার মায়ের কথা অমান্য করে পুকুরেই ছিলেন। সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে ঝোপের মধ্যে তার পা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। এসময় লাশের কপালে হালকা কাটা চিহ্ন ও মুখ দিয়ে লালা পরতে দেখা গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসতে চাইলে নিহতের স্বজন ও স্থানীয়দের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

নিহতের মা মঞ্জুয়ারা বিবি বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই খুব জেদী। দুপুরের দিকে সবাই ওঠে এলেও সে আসেনি। ডাকাডাকি করেও ওকে ওঠাতে পারিনি। বড় মাছ না নিয়ে সে বাড়ি আসবে না। ওই পুকুরে আগে থেকেই খারাপ জিনেরা থাকে। তারাই ওকে পানিতে ডুবে মেরে ফেলেছে। আমার ছেলের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের কপালে হালকা কাটা চিহ্ন ও মুখ দিয়ে লালা আসতে দেখা গেছে। ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসতে চাইলে তার স্বজন ও স্থানীয়দের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা