ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবক ‘ঢাবির’ শিক্ষার্থী

ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবক ‘ঢাবির’ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানো যুবককে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বলে জানা গেছে। তবে সেটি প্রাথমিক অনুমান হিসেবে উল্লেখ করছে প্রশাসন।

জানা গেছে, সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আরবী বিভাগের এক শিক্ষার্থীর (‘র’ আদ্যক্ষর) ছবি পেয়েছি। বিষয়টি ভেরিফাই করার চেষ্টা করছি। যদিও তাকে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না। ছবিটি নিয়ে বিভাগে কাজ চলছে। চেষ্টা করছি বিষয়টি অতি দ্রুত নিশ্চিত করতে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর জড়িত হওয়ার বিষয়টি সত্যি হলেও হতে পারে। কারণ গত জুলাইয়ে এমন অনেককে দেখেছি যাদের কল্পনাও করতে পারিনি যে, তারা শিক্ষার্থীদের ওপর হামলা করবে।

এ বিষয়ে আরবি বিভাগের ছাত্র ও প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থীর সহপাঠী নাসির বলেন, ক্লাসের যতজন এই আগুন লাগানো ফুটেজ দেখছে, প্রায় সবাই নিশ্চিত যে ওই শিক্ষার্থীই এ কাজ করেছে। সে কয়েক দিন আগেও ভোর বেলায় একাত্তর হলের সামনে এসে ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে তার টাইমলাইনে পোস্টও করেছে। কিন্তু এ ঘটনার পর সে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছে।

আরও পড়ুন

বিভাগের শিক্ষার্থীরা জানান, জুলাইয়ে ঢাবি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিলেন অভিযুক্ত ওই শিক্ষার্থী। এর প্রতিবাদে তাকে বিভাগ ও হল থেকে বয়কটও করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না তিনি।

একই সুরে কথা বলেছেন আরবি বিভাগের শিক্ষার্থী সাকিল। তিনি বলেন, শুধু আমি না আমাদের ব্যাচের সবাই তাকে শনাক্ত করতে পেরেছে। হলে থাকাকালীন ছাত্রলীগের সঙ্গে খুব সক্রিয়ভাবে জড়িত ছিল সে।

অভিযোগের বিষয়ে জানতে সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিহোমের বর্ষবরণ অনুষ্ঠানই ছিলো এবারের সবচেয়ে সফল আয়োজন

বগুড়ায় আ’লীগ নেতা শফিকসহ পাঁচ নেতাকর্মী শোন এ্যারেস্ট

২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : আনিসুজ্জামান চৌধুরী

ফেনীর পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

১২ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে আলজেরিয়া

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার