ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কারাগারে প্রেরণ

বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কারাগারে প্রেরণ। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাফর মন্ডলের জামিনের আবেদন নামঞ্জুর করে সাজা পরোয়ানামূলে করাগারে প্রেরণ করা হয়েছে। সে বগুড়ার বুজর্গধামার জসমত উল্লাহ মন্ডলের ছেলে। আজ রোববার (১৩ এপ্রিল) ওই আসামি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং-২ এর আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ ওই আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালে ওই আসামিসহ তিনজন গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ব্যাপারে মামলা দায়ের হলে আদালত বিচার শেষে রায়ে ওই আসামিসহ তিনজনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মোজাম্মেল হক ও আসামি পক্ষে স্টেট ডিফেন্স এড. তাজ উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিহোমের বর্ষবরণ অনুষ্ঠানই ছিলো এবারের সবচেয়ে সফল আয়োজন

বগুড়ায় আ’লীগ নেতা শফিকসহ পাঁচ নেতাকর্মী শোন এ্যারেস্ট

২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : আনিসুজ্জামান চৌধুরী

ফেনীর পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

১২ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে আলজেরিয়া

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার