চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে একটি মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তিনি শিবগঞ্জের উপরমপুর নাপিতপাড়া গ্রামের মৃত লায়েশ উদ্দিন ওরফে লাইচের ছেলে।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় শিবগঞ্জের পাইলিং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হাবিবুর একজন পেশাদার মাদক কারবারি।
আরও পড়ুন২০২২ সালে মাদক সরবরাহের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাতেনাতে আটক হন হাবিবুর। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলায় চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড ও অপর একটি ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন