ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে হাছেনুর নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ গুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুকের গোড়া দিয়ে এলোপাথাড়ি মারধর করে তারা। এক পর্যায়ে হাছেনুরকে টেনেহেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। ফলে গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা আজ বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে কথা হলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠক শেষে ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, ওই যুবক আহত অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাকে ফেরত দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা