৩৬ রঙের গোলাপে মোড়া ঠাকুরগাঁওয়ের ‘গোলাপ গ্রাম’
_original_1744898953.jpg)
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মেঠোপথ ধরে হাঁটলেই চোখে পড়বে এক নয়নাভিরাম দৃশ্য। দিগন্তজোড়া এক একর জমিন জুড়ে শোভা পাচ্ছে ৩৬ প্রজাতির বর্ণিল গোলাপ। লাল, সাদা, হলুদ, নীল, কমলা, বেগুনি এমন নানা রঙের ফুলের সমারোহে সেজে উঠেছে এই গোলাপবাগান। থাই গোলাপ, লিঙ্কন, তাজমহল, এভরা ডেবরা, চায়না, পিন্ট তাজমহল, মেরিন্ডা জারবার মতো বিভিন্ন জাতের গোলাপের মন মাতানো সৌন্দর্য ও সুবাস মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।
প্রতিদিন সকাল থেকেই ফুলপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাগান। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা নিভৃতে প্রকৃতির এই মনোরম রূপ উপভোগ করতে।
পঞ্চগড় থেকে আগত শাহিদুর রহমান নিজের হাতে গোলাপ তুলতে পেরে উচ্ছ্াসিত। তিনি বলেন, ‘শহরের কাছে এমন সুন্দর একটি জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’
আরও পড়ুনএই দৃষ্টিনন্দন গোলাপবাগানের স্বপ্নদ্রষ্টা ও পরিচর্যাকারী হলেন স্থানীয় পল্লী চিকিৎসক আলিউর রহমান। তিনি জানান, ‘ভালোবাসা থেকেই এই বাগান তৈরি করেছি। বর্তমানে বাগানে প্রায় ২হাজার গোলাপ গাছ রয়েছে। তবে শুধু ফুল চাষ করে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। আমরা ফুলের ন্যায্য দাম পাচ্ছি না। পাইকারি ব্যবসায়ীরা খুব কম দামে কিনতে চান।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, ‘ঠাকুরগাঁও জেলায় বর্তমানে ছোট-বড় মিলিয়ে আটটি বাণিজ্যিক ফুলবাগান রয়েছে। এসব বাগানে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন। আমরা ফুলচাষিদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহিত করছি।’
মন্তব্য করুন