মা ব্যস্ত অভিনয়ে ছেলে ব্যস্ত গানে

অভি মঈনুদ্দীন ঃ খুউব কাছে থেকে যারা তার গান শুনেছেন, তার গানের পরিবেশনা উপভোগ করেছেন তারা নিশ্চিতভাবেই জানেন তিনি কতোটা ভালো গান করেন। সঙ্গীতের প্রতি একজন শিল্পীর কতোটা প্রেম ভালোবাসা ভালোলাগা থাকলে এমন মধুর করে গান গাইতে পারেন তার দৃষ্টান্ত বাংলাদেশের এই প্রজন্মের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরী।
কেউ কেউ জানেন নির্ঝর চৌধুরীর মা একজন অভিনেত্রী। তবে বেশিরভাগেরই অজানা গুনী অভিনেত্রী বিশেষত মায়ের চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন সেই জেবুন্নেসা সোবহান টুনটুনিই নির্ঝর চৌধুরীর মা। এখানে সেখানে যখন যেখানে মা ও ছেলের আলাদাভাবে কথা হয় কারো সঙ্গে তখন একে অন্যের পরিচয় দিতেও বেশ গর্ববোধ করেন।
মা বলেন,‘ নির্ঝর আমার ছেলে’। আর ছেলে বলেন,‘ শ্রদ্ধেয় অভিনেত্রী জেবুন্নেসা টুনটুনি আমার মা।’ মূলত শ্বশুরের শখ পূরণ করতে গিয়েই অভিনয়ের পথে জেবুন্নেসা টুনটুনির এগিয়ে চলা। ২০০০ সাল থেকে ‘লোকনাট্য দল’র হয়ে মঞ্চে অভিনয় করেছেন তিনি ১৭ বছর ‘তপস্বী ও তরঙ্গিনী’, ‘কঞ্জুস’ (২৫০-এরও বেশি শোতে), ‘মাঝ রাতের মানুষেরা’.‘ লীলাবতী আখ্যান’,‘রাস্তার ছেলে’সহ আরো বেশকিছু নাটকে। টিভিতে প্রথম অভিনয় করেন মামুনুর রশীদের ‘জিম্মি’ নাটকে। এরপর থেকে আজ অবধি বহু নাটকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা সিক্ত করেছেন নিজেকে।
‘লোকনাট্য দল’র সিনিয়র সদস্য হিসেবে এখনো মাঝে মাঝে মঞ্চে অভিনয় করেন তিনি। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গেলো ঈদে তার অভিনীত ‘চক্কর’ দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এছাড়াও তিনি ‘দহন’,‘ রূপসা নদীর বাঁেক’সহ আরো বেশকিছু ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। তবে জেবুন্নেসা টুনটুনি জানান, ১৯৭৪ সালে বিটিভির এবং ১৯৭৫ সালে বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী ছিলেন। যে কারণেই শ্বশুরের ইচ্ছেতে তার ছেলে নির্ঝরকে ছোটেবলায় গান শেখাতে ছায়ানটে ভর্তি করানো হয়। সেখানে আট বছরের কোর্স সম্পন্ন শেষে নির্ঝর ১৪ বছর শিক্ষকতাও করেছেন। ২০০৮ সালে নির্ঝরের প্রথম গানের অ্যালবাম ‘মাটির সুরে’ প্রকাশিত হয় যেখানে তার নিজের লেখা ও সুর করা গান ছিলো ‘মনের দু:খ’।
আরও পড়ুনএরপর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘হৃদয়ে রবি’ ও জি সিরিজ থেকে প্রকাশ পায় ‘চন্দ্র কুহক মায়া’ অ্যালবামটি। ‘পদ্মপুরাণ’,‘বিফোর আই ডাই’,‘ ফুলজান’ সিনেমায় গান গেয়েছেন নির্ঝর। ‘মানিকের লাল কাঁকড়া’,‘ বেহুলা’,‘ সরদার বাড়ির খেলা’ এসব সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় যেখানে নির্ঝরের গান আছে। নির্ঝর বর্তমানে ‘কল্পতরু আর্ট সেন্টার’র অধ্যক্ষ হিসেবে কর্মরত।
জেবুন্নেসা টুনটুনি বলেন,‘ অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে সংকোচ বোধ হয় আমার। তবে আমি গান গাইতে পারি এটা বলতে বেশি ভালোলাগে। আমার ছেলে খুউব ভালো গায় এটা বলতে যেন আরো বেশি গর্ববোধ করি।’ নির্ঝর বলেন,‘ মাকে নিয়ে যখন কোথাও যাই যখন মাকে দর্শক চিনতে পেরে তারসঙ্গে কথা বলতে এগিয়ে আসেন, এটা আমার কাছে খুউব গর্বের মনে হয়। আমি সেই সফল মায়ের সন্তান যেন এটাই অনেক বড় প্রাপ্তি।’
মন্তব্য করুন