সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু ৫ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হন অন্তত ৫ যাত্রী।
বাসের যাত্রীরা জানান, রাজধানীর সায়দাবাদ থেকে রাত সাড়ে ৮টায় বরিশালের উদ্দেশে রওনা হয় বাসটি। ঘণ্টা খানেক পর ঢাকা-মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। তখন তেমন কিছু হয়নি। তার দুই মিনিট পর কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তারপরও চালক না থামিয়ে ওই অবস্থায় গাড়ি চালিয়ে ৫ কিলোমিটার যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় বাস থামাতে বাধ্য হন চালক। গাড়ি থামিয়ে চালক পালিয়ে যান।
আরও পড়ুনহাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে রাত সাড়ে ৯টার দিকে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী আহত হন। যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না ওঠে পাশের সড়কে ঢুকে যায় বাস। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকিয়া মাদরাসার সামনে বাসটির পথরোধ করে থামায় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে অন্য গাড়িতে গন্তব্যে পাঠানো হয়। বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
মন্তব্য করুন