বগুড়ায় ট্রাকে মিলল ৫০ কেজি গাঁজা, চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক চালককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর বগুড়ার সদস্যরা আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ট্রাকে থাকা গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সেইসাথে ট্রাকটি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি ট্রাক (কুমিল্লা-ট-১৭৪০) থামিয়ে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাক চালক ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ট্রাক চালক ইসমাইল হোসেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাতিয়ার ভিটা গ্রামের মোঃ জব্বার আলীর ছেলে।
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর বগুড়ার উপ পরিচালক মো: রাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন