শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে অয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়ানের নটাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়নাল হোসেন উপজেলার নটাবাড়ী গ্রামের মৃত আব্দুলের জলিলের আলীর ছেলে। তিনি মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের দলের প্রচার সম্পাদক।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে গন্ধ বের হলে স্থানীয়রা বাড়িতে যায়। দরজা খোলা অবস্থায় মেঝেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল অলিম জানান, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান ও স্ত্রী শ্বশুর বাড়ি থাকেন।
বুধবার সন্ধ্যায় তাকে এলাকায় দেখা যায়। এরপর আর বাড়ি থেকে বের হননি। তিনি বনপাড়া বাইপাস বাসস্ট্যান্ডে একটি পরিবহনের কাউন্টার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য করুন