বর্তমান সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সম্ভব নয় : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন প্রলম্বিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আজ শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এনসিপি’র এই নেতা বলেন, ‘নির্বাচনের তারিখ প্রলম্বিত করার পক্ষে আমরা নই। তবে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে।’ কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের মধ্যমে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সম্ভব নয়। গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে আলাপ করেছি। ক্ষমতার হস্তান্তর যাতে শান্তিপূর্ণ হয় এ বিষয়েও কথা হয়েছে।’
এসময় এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অনেকেই বলে আমরা আলাদ দুটি নির্বাচনের কথা বলছি। কিন্তু না, আমরা একটি নির্বাচনের কথাই বলছি। মানে আগামী যেই নির্বাচনটি হবে, সেটি একইসঙ্গে আইন সভা নির্বাচন। এই নির্বাচনে গণপরিষদেরও স্ট্যাটাস থাকবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে আমদের ঐক্যে পৌঁছাতে হবে।’ কমিশনের আলোচনার বিষয়ে তিনি বেলন, ‘নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার কথা আমরা বলেছি। নির্বাচনের পর ক্ষমতার হস্তান্তর যাতে শান্তিপূর্ণ হয় এই বিষয়ে প্রস্তাব রেখেছি। অর্থবিল ছাড়া যেকোনো সিদ্ধান্তে নির্দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। এই ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানিয়েছি যাতে সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিত থাকে।’
আরও পড়ুনমন্তব্য করুন