‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে আসছেন অমি

বিনোদন ডেস্ক : কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে।
দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হয়েছে তাও আড়াই বছর আগে। বরাবরের মতো পঞ্চম সিজনের জোর দাবি ওঠে। কিন্তু তা আর হয়নি। দীর্ঘ সময় বিরতি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক অমি। নতুন সিজনের একটি পোস্টারও প্রকাশ করেছেন এই নির্মাতা। অমি বলেন, দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। পরিচালকের এ ঘোষণায় আনন্দিত ভক্ত-অনুরাগীরা। নির্মাতার পোস্টটি প্রায় ২০ হাজার শেয়ার পড়েছে।
গত দুই দিন ধরে নতুন সিজনের শুটিং চলছে। পূর্বের সিজনের অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে নতুন সিজনে কারা কারা অভিনয় করছেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নতুন সিজনে চমক থাকবে বলে শোনা যাচ্ছে। আগের সিজনের দেখা গেছে একঝাঁক তারকাকে। এ তালিকায় রয়েছেন-মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।
মন্তব্য করুন