বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক: বাগেরহাটে জেলার মোরেলগঞ্জ উপজেলার বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘট ঘটে।
নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি বাগেরহাট সদর উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের তেলিগাতী গ্রামের বাসিন্দা মজিবর গাজীর ছেলে।
আহতরা হলেন- তার বাবা মজিবর গাজী (৪৭), প্রতিবেশী রশিদ খান (৭৫) এবং অটোরিকশাচালক বাপ্পি (৩০)। তারা সবাই পিরোজপুরে যাচ্ছিলেন।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ‘সুস্মিতা’ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু, পথেই সিয়াম মারা যান।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনার পরই বাস চালক পালিয়েছেন। তবে, বাসটি জব্দ করা হয়েছে।”
মন্তব্য করুন