মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জন আটক

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আমানগন্ডায় ঢাকামুখী লেনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকার মো. শরিফ (২৮), লালমাই উপজেলার রবিউল হোসেন (২৭) ও একই এলাকার মো. সৈকত (২৫)।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডায় ঢাকামুখী লেনে একটি অটোরিকশায় করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেফতাররা। গোপনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে মহাসড়কের সোনাকাটিয়া এলাকায় তিনজনকে আটক করে। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যরা গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যান। এসময় তাদের থেকে একটি ধারালো কুড়াল, দা, লোহার রড় এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
আরও পড়ুনএরমধ্যে স্থানীয় জনতা সকালে সোনাকাটিয়া গ্রামে পালিয়ে থাকা ডাকাত দলের অপর সদস্য মো. সৈকতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি হিলাল উদ্দিন আহম্মদ জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শনিবার সকালে একটি ডাকাতি মামলা করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন