ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি নেতা আজাদ সন্ত্রাসী হামলায় আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি নেতা আজাদ সন্ত্রাসী হামলায় আহত। প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের উপর গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। কয়েকজন যুবক তাকে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আজাদ। তাকে প্রথমে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর হামলার জন্য জামায়াত কর্মীদের দায়ী করেন। আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বলেন, তার বড় ভাই আজাদ জুম্মার নামাজ পড়ে উল্লাপাড়ার মডেল থানার পাশ দিয়ে বাড়ি ফেরার সময় একটি সংগঠনের কর্মীরা তার উপর হামলা করে বেধড়ক মারপিট করে।

এতে তার মাথা ফেটে যায়। তার অবস্থা খুবই গুরুতর। এদিকে এই ঘটনার পর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শহীদ মিনারে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিএনপি নেতা আজাদের উপর হামলার সঙ্গে জামায়াতের কোন নেতাকর্মী সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের উপর হামলার সঙ্গে জামায়াত কর্মীরা জড়িত বলে মৌখিক অভিযোগ পেয়েছে। পুলিশ ইতোমধ্যেই হামলার কারণ ও দোষীদের সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী