মুদ্রা প্রদর্শনী ‘ঢাকা নিউমিস শো ২০২৫’ শুরু হলো

সৌখিন সংগ্রাহকদের সংগঠন ‘ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস)’ এর আয়োজনে ঢাকায় শুরু হলো বিশেষ মুদ্রা প্রদর্শনী ‘ঢাকা নিউমিস শো ২০২৫’।
শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন রাজধানী ঢাকা সহ সারাদেশের নানা প্রান্তের সৌখিন মুদ্রা সংগ্রাহক ও গবেষকগণ।
তাদের সংগ্রহের দুষ্প্রাপ্য ধাতব ও কাগজী মুদ্রার পাশাপাশি মুদ্রা ব্যবস্থার উদ্ভব ও মবিকাশের বিভিন্ন নিদর্শন এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। মুদ্রাব্যবস্থা প্রচলনের পূর্বে ব্যবহৃত কড়ি থেকে শুরু করে জনপদ-মহাজনপদের প্রাচীন মুদ্রা, মুঘল সাম্রাজ্য ও বাংলার সুলতানদের মুদ্রা, ব্রিটিশ ও পাকিস্তান শাসনামল পেরিয়ে বর্তমান পর্যন্ত ধাতব ও কাগজী মুদ্রা, টোকেন, চেক, প্রাইজ বন্ড, সেভিংস সার্টিফিকেট, এমনকি হালের μেডিট কার্ড-কী নেই এখানে! পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া দেশ বা জনপদের মুদ্রা এবং আধুনিক কালের বর্ণিল ব্যাংকনোটের বিষয়ভিত্তিক উপস্থাপনে সজ্জিত হয়েছে প্রদর্শনী গ্যালারি। এ সমস্ত দুর্লভ প্রদর্শন সামগ্রী সুবিন্যস্তভাবে উপস্থাপন করা হয়েছে শতাধিক ফ্রেমে।
আরও পড়ুনএদিন বিকেলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওডিসিএস এর সভাপতি সামসুল আলম। এসময় ইতিহাস অনুরাগী, মুদ্রা সংগ্রাহক, গবেষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। তিন দিনের এই প্রদর্শনী চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে চলমান এই প্রদর্শনী সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন