পাবনায় তর তর করে বাড়ছে পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ২০ টাকা

শাহীন রহমান, পাবনা : পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত উত্তরের জেলা পাবনায় তর তর করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারী বাজারে প্রতিমণে দাম বেড়েছে ৬শ’ থেকে ৭শ’ টাকা। সে কারণে একইভাবে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা।
আজ শনিবার (১৯ এপ্রিল) পাবনা কয়েকটি পাইকারী ও খুচরা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। সকালে পাবনার বড় বাজারে গিয়ে দেখা যায় প্রতিমণ পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১শ’ টাকা। অথচ এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ১৪শ’ টাকা। অন্যদিকে খুচরা বাজারে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এ বিষয়ে আলাপকালে পাইকার ব্যবসায়ী আশরাফ আলী বলেন, এখন তো ইন্ডিয়ার পেঁয়াজ নাই। আবার বাজারে যে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ ছিল সেটাও শেষ। সেজন্য চাহিদাও অনেক বেড়েছে। এখন বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ। যেটা সারাবছর ঘরে থাকে। তাই কমবেশি সবাই বেশি করে পেঁয়াজ কিনছে। অনেকে বেশি করে কিনে ঘরে বাধাই করছেবা গুদামজাত করছে, পরে বেশি দামে বিক্রি করবে বলে। এজন্য প্রতি হাটে দাম বাড়ছে।’
আরও পড়ুনপাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘এবার পাবনা জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৮০১ হেক্টর। আবাদ হয়েছে ৫৩ হাজার ১৫০ হেক্টর। এ বছর পাবনায় পেঁয়াজ উৎপাদন হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৬৩৭ মেট্রিকটন। বর্তমানে পেঁয়াজ মজুদ রয়েছে ৩ লাখ ৭৫ হাজার ১৫০ মেট্রিকটন। মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে। যেকারণে দামও কিছুটা বেড়েছে।’
মন্তব্য করুন