শেরপুরে ধানক্ষেতে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ

নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৪)। তিনি বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আ. মালেকের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক চালক।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে।’’
মন্তব্য করুন