ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীরে জঙ্গি হামলায় সমবেদনা জানিয়ে মোদিকে সমর্থন ট্রাম্পের

কাশ্মীরে জঙ্গি হামলায় সমবেদনা জানিয়ে মোদিকে সমর্থন ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের ওই হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প।পোস্টে ট্রাম্প লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

উল্লেখ্য, ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে পর্যটনকেন্দ্র পহেলগামের একটি মাঠে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালায়। তিন নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা যথাক্রমে ২০, ২৪ ও ২৬ বলে জানালেও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন

তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, এই সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছে। আর এএফপিকে বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, এ ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ২৪ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

হিমির ১০৯ নাটকের প্রতিটির ভিউ কোটি পার

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

প্রত্যেক সন্ত্রাসী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : মোদি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়

সম্পর্ক ভাঙলো সামিরা খান মাহির!